নদীর স্রোতের মত,
চলছে সময় অবিরত,
শোনে না সে কারো বারণ,
মানে না কোনও কারণ অকারণ!
সময় যায় চলে,
কানে কিছু বলে,
করো না সময় নষ্ট বারবার,
সময় গেলে আসে না ফিরে আর!
নদীর স্রোতের মত,
চলছে সময় অবিরত,
শোনে না সে কারো বারণ,
মানে না কোনও কারণ অকারণ!
ছোট এই মানব জীবনে,
করে দ্বন্দ সবে অকারণে,
চোখ বুজলে সবই শেষ!
কেন এতো লোভ লালসা, হিংসা বিদ্বেষ?
নদীর স্রোতের মত,
চলছে সময় অবিরত,
শোনে না সে কারো বারণ,
মানে না কোনও কারণ অকারণ!