যাবে যদি চলে,
কেন কাছে এলে,
‘ভালোবাসি’ বলে?
কেন ব্যথা দিলে?
মন আমার নয়তো খেলনা,
এতো কষ্ট আর যে সহ্য হয় না!
ধিকি ধিকি জ্বলে আগুন,
তোমায় ভেবে জ্বলে দ্বিগুণ!
যাবে যদি চলে,
কেন কাছে এলে,
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে!
তোমায় একপলক দেখার আশায়,
বসে থাকি নদীর কিনারায়,
মনে কোনও শান্তি নাই!
একবার যেন তোমার দেখা পাই,
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে!