আলো অন্ধকারে যাই!

আলো টানে আমায়,


মহাকাশের মধ্যাকর্ষণ শক্তির মত,


অন্যদিকে অন্ধকারও টেনে চলেছে,


শয়তানের মতন অবিরত!


 

ভালো আর মন্দের যুদ্ধ চলছে যেন,


একটি বিষয় সুনিশ্চয়,


এ রণে জয়ী এক পক্ষই সদা,


‘আলো’ ছাড়া অন্য কেউ নয়!


 

আঁধারের শক্তি যত বেশিই হোক না কেন,

 

আলোর কাছে আসলেই তার মৃত্যু অনিবার্য জেনো!

View kingofwords's Full Portfolio