ফাঁকিবাজি [Bangla Rhyme]

স্যার ঘরে আসলেই,


লাগে না ভালো ভাই!


মনে হয় এক দৌড়ে,


বাইরে চলে যাই!


 

একেক মিনিট যেন একেক বছর!


উশখুশ করে মন ভীষণ!


পেট ব্যথা, জ্বরসহ নানান ছুতোয়,


হয় না কাজ একটুও তখন!


 

স্যারকে প্লিজ প্লুজ বলেই চলি!

 

গাছের মত অনড় থাকেন কেবলই!

View kingofwords's Full Portfolio
tags: