মহাকাল এসে বলে!
তুমি কি আমার অংশ হতে চাও?
চাও কি আমার অস্থিমজ্জার সাথে মিশতে?
তবে এখনি সামনে এসো, দুহাত বাড়িয়ে দাও!
আমি মহাকালকে সুধাই,
হে মহাকাল! করো অমর আমায়!
মরণের পরেও অমর হতে চাই আমি,
চাই রাখতে ছাপ দুই দুনিয়ায়!
মহাকাল গৌতম বুদ্ধের মতন কয়,
কাজটি বেশ কঠিন, তবে অসম্ভব নয়!