বাংলা ভাষার মায়ায় [Bangla Song]

বাংলা ভাষার মায়ায় পড়ে,


দিলো জীবন অকাতরে,


সালাম, বরকত, রফিক, জব্বার,


আমরা পেয়েছি ন্যায়বিচার!


বাংলা ছিল, বাংলা আছে,


চির ঋণী মোরা তোমাদের কাছে!


 

করেছে লড়াই ভাষার জন্য,


পৃথিবীর বুকে এক দৃষ্টান্ত অনন্য!


সোনার হরফে রবে লিখা চিরদিন,


ভাষা শহীদের নামটি অমলিন,


  বাংলা ছিল, বাংলা আছে,


চির ঋণী মোরা তোমাদের কাছে!


 

অত্যাচারীরা হটেছে পিছু,


মানুষের চোখে হয়েছে নিচু,


সত্যের জয় হয় নিশ্চয়,


এ কথাটি মিথ্যে নয়!


বাংলা ছিল, বাংলা আছে,


চির ঋণী মোরা তোমাদের কাছে!


 

বাংলা ভাষার মায়ায় পড়ে,


দিলো জীবন অকাতরে,


সালাম, বরকত, রফিক, জব্বার,


আমরা পেয়েছি ন্যায়বিচার!


বাংলা ছিল, বাংলা আছে,

 

চির ঋণী মোরা তোমাদের কাছে!

View kingofwords's Full Portfolio
tags: