২১এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি,
“রাষ্ট্রভাষা বাংলা চাই” স্লোগানে বাতাস হলো ভারী,
১৯৫২ সালের সেই সকালবেলা,
উঠেছিল জেগে চিরচেনা আমতলা!
“রাষ্ট্রভাষা বাংলা চাই”,
“রাষ্ট্রভাষা বাংলা চাই”!
ভাষার টানে ভাষার মায়ায়,
এলো দলে দলে ভালোবাসায়,
মায়ের ভাষা দিবে না কেড়ে নিতে,
করলো শপথ সবে হাত রেখে হাতে!
১৯৫২ সালের সেই সকালবেলা,
উঠেছিল জেগে চিরচেনা আমতলা!
“রাষ্ট্রভাষা বাংলা চাই”,
“রাষ্ট্রভাষা বাংলা চাই”!
ছুড়লো ধাতব বুলেট হায়েনার দল,
ভেবেছিল যাবে ভেঙে সবার মনোবল,
আরও বলীয়ান হয়ে গেলো বাঙালি এগিয়ে,
আনতে ভাষার বিজয় ছিনিয়ে!
১৯৫২ সালের সেই সকালবেলা,
উঠেছিল জেগে চিরচেনা আমতলা!
“রাষ্ট্রভাষা বাংলা চাই”,
“রাষ্ট্রভাষা বাংলা চাই”!