একুশে ফেব্রুয়ারি, ১৯৫২ সাল,
সেই ঐতিহাসিক কাক ডাকা সকাল,
আছড়ে পড়লো রাস্তায় বন্যার উন্মত্ত ঢেউয়ের মত,
ভাষাপ্রেমী আবালবৃদ্ধবনিতা শত শত!
বাংলার তরে দিলো স্লোগান গগনবিদারী!
আকাশ ভেদ করে গেলো যেন ঝংকার তারই,
হায়েনাদের দলও ছিল প্রস্তুত রক্তের স্বাদ নিতে,
ছিল অকুতোভয় সালাম, বরকতসহ সবে প্রাণ বিলিয়ে দিতে!
‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ চিৎকারে আকাশে বাতাসে উঠলো ঢেউ!
টর্নেডোর মতন বুক ফুলিয়ে গেলো এগিয়ে, ছিল না পিছিয়ে কেউ!