রাতের সকল তারাদের কাছে,
তোমার নামটি বলা আছে,
তারায় তারায় দিয়েছি রটিয়ে,
তোমার আমার ইয়ে!
বুঝতে পেরেছো নিশ্চয়ই,
তুমি ছাড়া আমি কিছু নই,
আমার জীবনে তুমি কি যে,
পারবো না বোঝাতে নিজে!
রাতের সকল তারাদের কাছে,
তোমার নামটি বলা আছে,
তারায় তারায় দিয়েছি রটিয়ে,
তোমার আমার ইয়ে!
রাখবো তোমারে পরম আদরে,
প্রাণের কাছে, মনের গভীরে!
হৃদয়ের রানী করে রাখবো চিরকাল,
থাকবে জীবনে শুধুই প্রেমের মায়াজাল,
রাতের সকল তারাদের কাছে,
তোমার নামটি বলা আছে,
তারায় তারায় দিয়েছি রটিয়ে,
তোমার আমার ইয়ে!