তারায় তারায় তোমার নামটি শোনা যায়!
কাটে না সময় তুমি ছাড়া হায়!
বুঝেও কেন যে বোঝো না?
দিল যে আর মানে না!
কত যে স্বপ্ন দেখি দিনে রাতে!
হাঁটছি পথ থেকে পথে তোমার সাথে,
তোমার ঐ কাজল কালো চোখে চোখ রেখে,
পাই খুঁজি আমি এই আমাকে!
বুঝেও কেন যে বোঝো না?
দিল যে আর মানে না!
চাঁদের মতন এসে কেন যে যাও চলে?
যাবেই যদি চলে যাও না ‘ভালোবাসি’ বলে!
থাকবো না হয় অপেক্ষায় বসে,
আরও কিছু ক্ষণ ভালোবেসে!
বুঝেও কেন যে বোঝো না?
দিল যে আর মানে না!