জানি তুমি নেই ভালো,
মনটা বড় বিষণ্ণ হলো!
তোমার কথা ভেবে কান্না পায়,
করে বুক হাহাকার হায়!
করি প্রার্থনা তোমার তরে,
সুস্থ সবল হয়ে এসো মনের নীড়ে,
আসুক ফিরে হাসি তোমার ঐ ঠোঁটে,
একলা বড়ই একলা আমি এই চাঁদনী রাতে!
তোমার কথা ভেবে কান্না পায়,
করে বুক হাহাকার হায়!
আবারো হাঁটবো একসাথে,
দেখবো নীল জোছনা চাঁদনী রাতে,
রইবো চেয়ে তোমার পানে অপলক দৃষ্টিতে,
কাউকে দেবো না তোমায় কেড়ে নিতে!
তোমার কথা ভেবে কান্না পায়,
করে বুক হাহাকার হায়!