তোমার ঐ মনের জানালায়,
জানি কে আসে যায়!
আমি ওগো আমি সেই জন,
করেছে যে চুরি তোমার মন!
সূর্য উঠে সূর্য অস্ত যায়,
বসে থাকি তোমারই অপেক্ষায়,
দেখলে তোমার মধুর হাসি,
ঝরে আনন্দ রাশি রাশি!
তোমার ঐ মনের জানালায়,
জানি কে আসে যায়!
আমি ওগো আমি সেই জন,
করেছে যে চুরি তোমার মন!
তোমায় নিয়ে লিখি কত যে গান!
তুমি যে আমার প্রাণের প্রাণ!
কত যে কবিতার জন্ম হয়!
যেদিকে তাকাই ওগো শুধু তুমিময়!
তোমার ঐ মনের জানালায়,
জানি কে আসে যায়!
আমি ওগো আমি সেই জন,
করেছে যে চুরি তোমার মন!