তোমাকে হারানোর ভয়,
আমাকে এমনভাবে গ্রাস করে,
যেমন করে এনাকণ্ডা কোনও প্রাণীকে!
তখন আমি বেঁচেও যেন যাই মরে!
তুমি ছাড়া আমার যে অস্তিত্ব নেই!
আমিতো শূন্যের মতই হয়ে যাই!
ফাঁপা, বোধ শক্তিহীন পুতুল এক,
তুমি ছাড়া যে আমার কোনও গন্তব্য নাই!
তুমি সবই জানো, সবই বোঝো,
তবুও কেন তুমি অদ্ভুত রহস্যে আবৃত আজো!