ললনাদের মায়ায়,
থাকি বুঁদ হয়ে হায়!
একেকজন ললনা যেন চুম্বক,
সংবেশনের মত আটকে থাকে চোখ!
জানি না এ চরিত্রহীনতা,
নাকি সহজাত প্রবৃত্তি, সাময়িক মুগ্ধতা?
দার্শনিকের মতন ভাবনারা মগজে ঝাঁপটায় ডানা,
জন্মের পরে লোকে বলে- এটা ঠিক, এটা মানা!
সঠিক আর বেঠিকের জটিল জালে জড়িয়ে,
যাই মহাকালের দিকে শিশুর মত হামাগুড়ি দিয়ে!