কোথায় যে পাবো পথের দেখা?
আমার মন কৌতূহলী শিশুর মত বলে!
সেই মনই আবার উত্তর করে হাজির!
মুসা [আ.] কি যাননি সমুদ্রের মাঝখান দিয়ে চলে?
অতএব পথের দেখা ঠিকই পায় সে,
মন থেকে যে চায়,
বিধাতারও নেই কার্পণ্য কোনও,
পথহারাদের সহযোগিতায়!
পথের দেখা পেতে হলে,
পথেই নামো আল্লাহ্র নাম বলে!