পথের দেখা!

কোথায় যে পাবো পথের দেখা?


আমার মন কৌতূহলী শিশুর মত বলে!


সেই মনই আবার উত্তর করে হাজির!


মুসা [আ.] কি যাননি সমুদ্রের মাঝখান দিয়ে চলে?


 

অতএব পথের দেখা ঠিকই পায় সে,


মন থেকে যে চায়,


বিধাতারও নেই কার্পণ্য কোনও,


পথহারাদের সহযোগিতায়!


 

পথের দেখা পেতে হলে,

 

পথেই নামো আল্লাহ্‌র নাম বলে!

View kingofwords's Full Portfolio