তোমার চাঁদ-রূপ দেখলে,
লোকে হেসে বলে,
রাজকন্যা যায় হেঁটে ঐ!
ও মেয়ে! তোমার বাড়ি কই!
আমি যখন শুনি তাদের কথা,
মনে লাগে ভীষণ ব্যথা!
চাই না তুমি অন্যের হও!
চাই তুমি সদা আমার হয়েই রও!
তোমার চাঁদ-রূপ দেখলে,
লোকে হেসে বলে,
রাজকন্যা যায় হেঁটে ঐ!
ও মেয়ে! তোমার বাড়ি কই!
হিংসা বলো কিংবা ভালোবাসা!
আমার মনের একটাই আশা,
চাই পেতে তোমারে আপন করে,
রাখবো সুখে তোমারে সারা জীবন ভরে!
তোমার রূপ দেখলে,
লোকে হেসে বলে,
রাজকন্যা যায় হেঁটে ঐ!
ও মেয়ে! তোমার বাড়ি কই!