অনেক সাধনার পর,
অনেক কণ্টকাকীর্ণ পথ,
অতিক্রম করে,
যাচ্ছে এগিয়ে বিজয় রথ!
পর্বতারোহীর মত একটু একটু করে,
ইশপের সেই কচ্ছপের মত লক্ষে স্থির থেকে,
মোহাম্মদ আলীর মতন আত্মবিশ্বাস নিয়ে মনে,
করেছি সম্ভব মোরা সকল অসম্ভবকে!
হ্যাঁ, আমরা পেরেছি! পারতে হয়েছে!
ইচ্ছা থাকলে উপায় হয়,
জ্ঞানী গুণী বলেন,
কষ্টের ফল কভু করলার মত তেঁতো নয়!
আমরা স্বপ্নবাজের মত স্বপ্ন দেখি,
আমরা মহামানবের মত স্বপ্ন দেখাই!
আমরা পথিকের মত পথে হাঁটি,
আমরা পথ ভুলে কভু না হারাই!
সূর্যের আলোর মত স্পষ্ট হয়ে,
বিজয় দেবে ধরা তোমার চোখে!
শুধু রেখো পুষে অটুট বিশ্বাস মনে,
থাকে মুক্তো যেমন ঐ ঝিনুকের বুকে!