পড়ে নিয়তির বেড়াজালে,
দুইজন আজ দুই কূলে!
ঠাঁই নাই ওরে ঠাঁই নাই!
জানি না কোন পথে যাই?
নয়নের জলে ভেসেছো নিজে,
ভেসেছি আমিও কি যে!
মনের ব্যথা কারে যে বুঝাই?
বসে না মন কোনও কাজে!
কেন আমি পেয়েও সব হারাই?
ঠাঁই নাই ওরে ঠাঁই নাই!
জানি না কোন পথে যাই?
পৃথিবী ঘুরে, ঘুরি তুমি আমি,
ক্লান্ত দেহে একটু থামি,
কোথাও কোনও শান্তি নাই!
সবকিছু লাগে আজেবাজে!
কষ্টে নীলে তাই যাই ভেসে যাই!
ঠাঁই নাই ওরে ঠাঁই নাই!
জানি না আজ কোন পথে যাই?