প্রকৃতির মতই তুমি,
করো যখন যা ইচ্ছে তাই!
কে কষ্ট পায়, কে নয়,
এতে তোমার মাথাব্যথা নাই!
পরম মমতায় ফেরেশতার মত আগলে রাখো,
আবার মুহূর্তেই আবর্জনার মত দাও ছুঁড়ে,
পারি না করতে তোমার মনের রহস্য ভেদ!
তাইতো সীমাহীন আগুন জ্বলে আমার মনের ভেতরে!
কষ্ট পাবার তরে কি কেউ ভালোবাসে?
কিইবা হবে যদি রাখো আমায় সুখে তোমার পাশে?