নিষিদ্ধ বাসনা মেঘের মতন,
ঘুরেফিরে আসে,
লাস্যময়ী মেনকার মতন নৃত্য করে,
মনের জটিল আকাশে!
নিষিদ্ধ বাসনা চুম্বকের মত টানে,
দেহের সাথে দেহ যায় মিশে,
ছায়ার সাথে ছায়ার মিলন হয় যেমন,
স্বর্গীয় সুখে আবিষ্ট মনে অনাবিল প্রশান্তি আসে।
লোকে বলে নিষিদ্ধ বাসনায় দেহ নিষিদ্ধ হয়,
আত্মাও কি নিষিদ্ধ হয়? হয়তো, হয়তো বা নয়!