একটু আগেও সন্তানসম্ভবা নারীর মতন,
পরিপুষ্ট ছিল আকাশের ঐ অহংকারী চাঁদ,
অকস্মাৎ আধখানা হয়ে গেলো!
চাঁদের সৌন্দর্যই যেন হলো বরবাদ!
যেন কেউ এক কামড়ে অর্ধেকটা চাঁদ খেয়েছে!
বাচ্চা যেমন বিস্কিটে বসায় তার দাঁত তেমন,
আমি আধ-খাওয়া চাঁদ দেখি আর এরিস্টটলের মত ভাবি,
সময়ের পেটে হজম হয়েছে অনেকেরই অর্ধেক জীবন!
সময় নামক দৈত্যের কাছে রাবণও মানে হার!
নিস্ষ্ঠুর সময়কে হারায় এমন সাধ্য আছে কার?