আধ-খাওয়া চাঁদ

একটু আগেও সন্তানসম্ভবা নারীর মতন,


পরিপুষ্ট ছিল আকাশের ঐ অহংকারী চাঁদ,


অকস্মাৎ আধখানা হয়ে গেলো!


চাঁদের সৌন্দর্যই যেন হলো বরবাদ!



যেন কেউ এক কামড়ে অর্ধেকটা চাঁদ খেয়েছে!


বাচ্চা যেমন বিস্কিটে বসায় তার দাঁত তেমন,


আমি আধ-খাওয়া চাঁদ দেখি আর এরিস্টটলের মত ভাবি,


সময়ের পেটে হজম হয়েছে অনেকেরই অর্ধেক জীবন!


 

সময় নামক দৈত্যের কাছে রাবণও মানে হার!

 

নিস্ষ্ঠুর সময়কে হারায় এমন সাধ্য আছে কার?

View kingofwords's Full Portfolio