আনন্দের ঢল [Bangla Song]

বাজা রে ঢোল বাজা!


বাজা বাদ্য আজ!


আয় সবে আনন্দে মাতি,


ভুইলা সকল কাজ!


 

কতো সাধনার পরে,


আইলো এই দিন বছর ঘুইরা!


কষ্টের ফল মিঠা হয় ঠিক,


এমনেই কয় না রে ঐ বুইড়া!


বাজা রে ঢোল বাজা!


বাজা বাদ্য আজ!


আয় সবে আনন্দে মাতি,


ভুইলা সকল কাজ!


 

হাসি আর গানে হারাই!


বন্ধুত্বের হাত দেই বাড়াইয়া,


আয় সবে একলগে আয়,


সকল বিভেদ ভুলিয়া!


বাজা রে ঢোল বাজা!


বাজা বাদ্য আজ!


আয় সবে আনন্দে মাতি,


 ভুইলা সকল কাজ!

View kingofwords's Full Portfolio
tags: