আলো আসবেই

আলো আসবেই!


আলোকে আসতেই হয়,


সে আসে,


তাকে থামানো সম্ভব নয়!


 

সূর্যের আলোর মতন,


এসো ছড়াই মনের আলো,


জন থেকে জনে,


এসো প্রকৃতির মত হই ভালো!


 

এসো কবিতার মত সুন্দর হই,

 

এসো মানবতার বন্ধনে আবদ্ধ হই!

View kingofwords's Full Portfolio