ইঁদুরের উৎপাত [Bangla Rhyme]

ইঁদুরের উৎপাতে নাভিশ্বাস!


করে সে ক্ষতি বারোমাস!


ক্ষেতের পাকা ধান করে চুরি,


উফ! কি করে যে ইঁদুর ধরি?


 

ইঁদুর মফিজ নামে একজন,


আমার ছোট ভাইয়ের স্বজন,


থাকে সে সুদূর রতনপুর,


ধরে শুধু ইঁদুর!


 

ইঁদুর মফিজ এসে ধরলো ইঁদুর শত শত,

 

আনন্দে করলাম উল্লাস মোরা ইচ্ছেমত!

View kingofwords's Full Portfolio
tags: