সৌন্দর্য কাকে বলে,
এর সংজ্ঞা বহুজন বহুভাবে দিয়েছেন,
আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা বড্ড সহজ,
সৌন্দর্য মানেই তুমি, জানুক সকলে!
হ্যাঁ, আমি গলা ফাটিয়ে বলি আজ,
বজ্রপাতের মতন উচ্চ স্বরে,
তুমিই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী,
আমার এ বলাতে নেই কোনও লাজ!
সুন্দর নেয় শ্বাস তোমার অন্তরে,
তুমি ছাড়া সৌন্দর্য বাঁচে কি করে?