নেশা লাগিলো রে?
দেখিয়া তোমারে!
পারি না ভুলতে ঐ চাঁদমুখ,
রূপে তোমার আছে স্বর্গের সুখ!
আন্ধার ঘরের আলো তুমি,
আমার প্রাণের সুর,
কোকিলের কণ্ঠ তোমার,
আহা কি যে সুমধুর!
পারি না ভুলতে ঐ চাঁদমুখ,
রূপে তোমার আছে স্বর্গের সুখ!
সকালের রোউদ আইসা পড়ে যখন,
তোমার দুধে আলতা গালে,
লাল হইয়া ঐ গাল তোমার,
আগুনের মতন জ্বলে!
পারি না ভুলতে ঐ চাঁদমুখ,
রূপে তোমার আছে স্বর্গের সুখ!