তোমার লাগিয়া গাই আমি গান,
তুমি যে আমার মন প্রাণ,
না নিলে শ্বাস মানুষ মইরা যায়,
তোমারে না দেখলে হৃদয় আগুনে পুড়ে হায়!
তুমি আমার স্বপ্ন,
তুমি আমার আশা,
শুধু তোমার লাগিয়া,
আমার সব ভালোবাসা!
না নিলে শ্বাস মানুষ মইরা যায়,
তোমারে না দেখলে হৃদয় আগুনে পুড়ে হায়!
আসমানের ঐ চাঁন্দের মতন,
রাখছি বুকে তোমারে,
দোহাই লাগে প্রাণ সখী,
ছাইড়ো না তুমি আমারে!
না নিলে শ্বাস মানুষ মইরা যায়,
তোমারে না দেখলে হৃদয় আগুনে পুড়ে হায়!