দেহের ক্ষত শুকায় সহজে,
মনের ক্ষত জ্বালায় কি যে,
বুঝে সেই জন,
ছাইয়ের মতন পুড়েছে যার মন!
সে আমার মনটাকে ইচ্ছেমত পোড়ায়,
যেন রাখা শিক কাবাব আগুনের উপরটায়!
পোড়ায় আর নেভায়, নেভায় আর পোড়ায়,
মাতে সে এমন উন্মত্ত খেলায়!
আমি পুড়ি আর নিভি বারেবারে,
যেন মোমবাতি এক অন্ধকার ঘরে!