গাছে চড়ে বসে আছি,
দূরে সূর্য ডুবে,
মাছি এসে কাছাকাছি,
মাতে ভোঁ ভোঁ রবে!
মাছি তাড়াই আবার আসে,
বসে গায়ে আর পোশাকে,
বিরক্ত করতে ভালো সে বাসে,
যখন খুশি যাকে তাকে!
মাছির বাচ্চা ধরলে তোকে,
বোঝাবো বিরক্তি বলে কাকে?