সুখানুভূতি

বহু দিন পরে,


এক মুহূর্তের তরে,


আবারও আনন্দের তরীতে ভাসলাম,


আবারও অন্যের ভালোবাসায় সিক্ত হলাম!

 


আমিতো কখনও কিছুই চাইনি,


ফেরাউনের মতন ধূর্ততায়ও মাতিনি,


তবুও কেন জীবনটা এতোটা কণ্টকাকীর্ণ ছিল?


এ কথা মনে হলেই অশ্রু হয় ছলছল!


 

হয়তো কষ্ট পেয়েই মানুষ ‘মানুষ’ হয়,

 

যেমন করে সোনা পুড়ে পায় খাঁটিত্তের পরিণয়!

View kingofwords's Full Portfolio