তোমায় ভালোবেসে,
যদি মরণও আসে,
করি না ভয় তাতে,
রেখো ঐ হাত তুমি আমারই হাতে!
ফুল হারায় না সুরভী যেমন,
দিও না হারাতে তুমি আমায় তেমন,
মরণ এলেও কাছে থাকবো পাশে,
কাটাবো জীবন মোরা ভালোবেসে,
তোমায় ভালোবেসে,
যদি মরণও আসে,
করি না ভয় তাতে,
রেখো ঐ হাত তুমি আমারই হাতে!
চাঁদের মতন রূপটি তোমার,
দেখে মুগ্ধ হই আমি বারেবার!
লাগে না নজর যেন ঐ চাঁদমুখে!
আমি সুখ পাই ওগো তোমারই সুখে!
তোমায় ভালোবেসে,
যদি মরণও আসে,
করি না ভয় তাতে,
রেখো ঐ হাত তুমি আমারই হাতে!