তুমি অহেতুক রাগো যখন,
নাবালক শিশুর মতন,
আমি মনে মনে হাসি,
তোমার রাগ যে বড় ভালোবাসি!
আমি জানি তোমার রাগ আসলে রাগ নয়,
এ যে ভালোবাসার আরেক রূপ নিশ্চয়,
তোমার রাগের অন্তরে মমতা লেপটে থাকে,
যেমন থাকে রংধনু ঐ আকাশের বুকে!
তোমার রাগ অগ্নিগিরির মতন আচমকা আসে,
আবার মেঘের মতই যায় মিলিয়ে মনের আকাশে!