বৃষ্টি নামের মিষ্টি মেয়েটি,
আকাশ রঙের শাড়ি জড়িয়ে গায়ে,
হেঁটে যায় আমার দৃষ্টির সীমানায়,
বাঘিনীর মতন মৃদুমন্দ পায়ে!
তার নিঃশ্বাসের সুরভী আসে ভেসে,
ঠিক যেন রজনীগন্ধার মতন!
মুগ্ধ আমি আরও মুগ্ধ হই,
দেখে এমন মানব রতন!
আমি তার প্রেমে গেছি ডুবে সেই কবে!
যাই বেসে ভালো তারে, নীরবে!