টুকটুকে চাঁদ হাসে,
রাতের আকাশে,
একলা চাঁদ খুশি আজ,
নেই যে কোনও কাজ!
চাঁদকে দেখে হিংসে হয়,
কেন সে অপলক চেয়ে রয়?
কত কথা বলি তাকে,
বলে না সে কিছুই আমাকে!
মনটা তাই ভারী,
চাঁদের সাথে আড়ি!