পদ্মার বুকে লুকোনো রহস্যের মতন,
কুয়াশার চাদরে ঘেরা তোমার মন,
বুঝেও বুঝি না তোমায়,
তোমার মন আসলে বোঝা বড় দায়!
কেন যে এতো হেঁয়ালি করো?
মন খুলে তা বলতে পারো!
না বাসলে ভালো আমায়,
যাও না যেদিক তোমার মন চায়!
বুঝেও বুঝি না তোমায়,
তোমার মন বোঝা বড় দায়!
আমাকে পুতুলের মতন করে,
অনেক খেলেছো যুগ যুগ ধরে,
দোহাই তোমার থামো এবার!
পড়বো না তোমার জালে আর!
বুঝেও বুঝি না তোমায়,
তোমার মন বোঝা বড় দায়!