কথা দিয়েছিলে,
যাবে না কভু চলে,
থাকবে পাশে ছায়ার মত,
দিন রাত অবিরত!
কেন তবে ভাঙলে মন,
আয়নার মতন?
বাসিনি কি ভালো তোমায়?
তবে কেন ছাড়লে আমায়?
কথা দিয়েছিলে,
যাবে না কভু চলে,
থাকবে পাশে ছায়ার মত,
দিন রাত অবিরত!
তোমায় পেয়ে স্বর্গ পেলাম হাতে,
হারালাম তাকে এক কাল রাতে,
ভাঙলো স্বপ্ন ভাঙলো ঘর,
ছিলে আপন হলে পর!
কথা দিয়েছিলে,
যাবে না কভু চলে,
থাকবে পাশে ছায়ার মত,
দিন রাত অবিরত!