অতীত যখন ভিঞ্চির কিংবা ভ্যান গগের,
কোনও সুদৃশ্য পেইন্টিং এর মতন চোখের সামনে ভাসে!
তখন হৃদয়ের কষ্টেরা ঝরনা হয়ে চোখ বেয়ে নামে,
আমার বেহাল দশা দেখে তখন নিন্দুকেরা হাসে!
এমনতো কথা ছিলো না!
তবে কি ‘পোয়েটিক জাস্টিস’ আসলে রূপকথার গল্প?
আদতে তার কোনও অস্তিত্বই নেই!
জীবন তার থালা পেতে দুঃখ দিয়েছে অনেক, সুখ অল্প!
পাকা পেঁপের মতন নরম হৃদয়ে আমার,
ছুরির মত খুঁচিয়ে করেছে রক্তাক্ত অনেকবার!