কথা দিয়েছিলে সেই কবে,
সুখ দুঃখের সাথী হবে,
সময়ের চাকা চলল বয়ে,
গেলে চলে ধোঁকা দিয়ে!
তবে কেন দিয়েছিলে কথা?
কেন বাড়ালে মনের ব্যথা?
তবে কি প্রেম বলে কিছু নেই?
রইলো প্রশ্ন সকলের সামনেই!
সময়ের চাকা চলল বয়ে,
গেলে চলে ধোঁকা দিয়ে!
হয়তো আমায় কষ্ট দিয়ে হাসছো,
হয়তো অন্য কাউকে ঠকাতে যাচ্ছ,
মনে রেখো হে নিষ্ঠুর ললনা,
ছলনার ফল কভু ভালো হয় না!
সময়ের চাকা চলল বয়ে,
গেলে চলে ধোঁকা দিয়ে!