এমন মানুষ আমি আরতো দেখি নাই!
কি অসাধারণ তার মন, কোনও প্যাঁচ নাই,
মানুষের উপকারে সে ব্যস্ত থাকে,
ফোটায় সে হাসি গরীব দুঃখীর মুখে।
সাগরের মত মন তার,
আকাশের মত উদার,
এমন মানুষ আরও থাকলে,
হইতো ভালো সর্বকালে!
এমন মানুষ আমি আরতো দেখি নাই!
কি অসাধারণ তার মন, কোনও প্যাঁচ নাই,
মানুষের উপকারে সে ব্যস্ত থাকে,
ফোটায় সে হাসি গরীব দুঃখীর মুখে।
আল্লাহ্র এই দুনিয়ায়,
ভালো মানুষ পাওয়া দায়,
মুখোশ পইড়া ঘুরে সবাই,
আসল মানুষের দেখা নাই!
এমন মানুষ আমি আরতো দেখি নাই!
কি অসাধারণ তার মন, কোনও প্যাঁচ নাই,
মানুষের উপকারে সে ব্যস্ত থাকে,
ফোটায় সে হাসি গরীব দুঃখীর মুখে।