শীর্ষের শীর্ষে

শীর্ষের শীর্ষে উঠবো একদিন,


হ্যাঁ, আমাকে উঠতেই হবে!


যেতে হবে উপড়ে পথের সকল কাঁটা,


তবেই স্বপ্ন সার্থক হবে!


 

শামুকের মতন অলস বসে বসে,


কে হয়েছে সফল কবে?


সময় একটি দরজা,


যে দরজা খুলতে হবে!


 

“সময়ের দুয়ার খোলো”, আমার করোটি বলে!

 

বলি আমি, “সেই আশাতেই যাচ্ছি চলে!”

View kingofwords's Full Portfolio