কষ্ট লাঘবের তরে,
এই বিশাল চরাচরে,
মানুষের বিরামহীন ছোটাছুটি,
কবে পাবে কষ্ট হতে চিরতরে ছুটি?
গৌতম বুদ্ধের চারটি মহান সত্য,
জানে সকল চিত্ত,
তবুও কেউ মানে না হায়!
দুঃখের সাগরেই তারা নৌকার মত হাবুডুবু খায়!
বেশী দুঃখে ভোগে সে জন,
লোভে পূর্ণ যার দেহ মন!