পৃথিবীর আলোয় চলেছি হেঁটে,
যাযাবরের মতন,
হয়তো স্বীয় পরিচয় জানতে,
হয়তো এমনি, নেই কোনও কারণ!
আলো আর আঁধারের প্রতিযোগিতায়,
দুজনই জিতে আবার দুজনই হারে,
জয় পরাজয়ের এ আজব খেলা চলে নিরবধি,
মানব জীবনে সুখ আর দুঃখের মত করে!
সেই কবে অন্ধকার থেকে আলোয় এসেছি,
আবার আলো হতে অন্ধকারের দিকেই যাচ্ছি!