হুতুম প্যাঁচা ডাকে,
বসে গাছের শাঁখে,
রাত গভীর হলে,
ডাকে প্যাঁচা সমান তালে!
হুতুম প্যাঁচা গোমড়া মুখে,
চুপটি করে বসে থাকে,
রাত জেগে চেয়ে থাকে,
ধরবে কখন ইঁদুরটাকে!
হুতুম প্যাঁচা চোখ বড়,
হই ভয়ে জড়সড়।