মাকড়সার জালের মতন এ জগত সংসারে,
সৎ কর্মের সুফল আছে,
অসৎ কর্মের ফল তিতা করল্লার মত তেঁতো!
বলে মন- “সত্যের গান গাই রে!”
গৌতম বুদ্ধ গেছেন বলে,
চেতনা হতেই কর্মের উদ্ভব,
চেতনা তাই সুন্দর হওয়া চাই,
তবেই আত্মার নির্ভানা প্রাপ্তি সম্ভব!
কজন আর পারে এই ভবের মাজারে,
দিতে বলি মনের হিংস্র পশুটারে?