ভুল বোঝাবুঝি

ভুল বোঝাবুঝি হওয়া ভালো নয়,


তবে প্রেমে কদাচিৎ ভুল বোঝাবুঝি কিছুটা মধুর হয়,


যদি তার মাত্রা যায় বন্যার মতন বেড়ে,


তবে বিপদের সম্মুখীন হতে হয় আখেরে!


 

আমার এবং তার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ছিল মারাত্মক,


সম্পর্ক হয়নি তাই মোটেও সার্থক,


পুড়েছি আমি তিলে তিলে কষ্টের অনলে,


এখনও অন্তরের অন্তরে ধিকি ধিকি আগুন জ্বলে!


 

পারি না সইতে, পারি না কইতে!

 

আর কত কাল হবে কষ্টের বোঝা বইতে?

View kingofwords's Full Portfolio