সাদা আর কালোর মাঝে,
করছি বসবাস এ ধরায়,
সাদা মুখোশ পরে কালো মন ঘুরে,
আসল মানুষ চেনা বড় দায়!
মুখে ফুলের মতন কথা ফোটে,
মন বিষের কুয়া যেন!
কাকে করবো বিশ্বাস, কাকে নয়?
যায় না সহজে বোঝা কখনও।
তবুও পৃথিবী ঘুরে চরকির মত,
তবুও চলে জীবনের চাকা অবিরত!