জীবনের গল্পটা কখনও মধুর,
কখনও আবার বাজে বেদনার সুর,
জীবন চলে জীবনের নিয়মে,
কভু চলে জোরে, কভু থেমে থেমে!
চাওয়া আর পাওয়ার হিসেব মেলে কারো,
কারো বা মেলে না কেন তা কি বলতে পারো?
পানির ধারার মতন যায় গড়িয়ে জীবন,
কেউ সুখী, কেউ বা দুঃখী যে যার মতন!
সুখের পেছনে ছুটতে গিয়ে সবাই,
দুঃখের কোলে নিজের দেখা পাই,
সুখ শান্তির খোঁজে দুঃখই দেয় দেখা,
দিনের শেষে নিঃস্ব সবে, বড় একা!