তোমার ভালোবাসায় আমি বুঁদ হয়ে রই,
মদ খেয়ে পড়ে থাকা মাতালের মতন,
স্বপ্নচারী নাবিকের কাছে সমুদ্র রমণীয় যেমন,
তোমার রূপে, তোমার লাবণ্যে আমি তেমন মুগ্ধ হই!
চুইঙ্গামের মতন তোমার সাথে,
জড়িয়ে থাকতে চায় মন,
হাসছো হয়তো মনে মনে এখন,
এই মোহনীয় চন্দ্রিমা রাতে।
কি করবো বলো? আমি যে মনের কথা না বলে পারি না,
আমি এমনই, হয়তো কিছুটা বাচ্চার মত আমার ভাবনা।