মহাকবি

কে মহাকবি? ভাবি আমি সাধুর মতন,


স্বর্গীয় মন্ত্রে মোহাবিষ্ট হয়ে মহাকাব্য লিখেন যিনি,


নাকি মহা কবি হয়ে যিনি নক্ষত্রের মত আবির্ভূত হন,


এবং স্বর্গের মতই চিরন্তন যার নামের রোশনি!


 

আমার মতে মহাকবি বলে তাঁকেই,


যিনি নতুন নতুন সৃষ্টিকর্মে তাক লাগান সবাইকে,


যার প্রতিটি কাজে এবং কথায় নব রসের সন্ধান মেলে,


যার সৃষ্টিই হয়েছে সৃষ্টির লক্ষ্যে!


 

তিনিই মহাকবি যিনি মানবতার ধারক,

 

তিনিই মহাকবি যিনি সত্য এবং ন্যায়ের সাধক!

View kingofwords's Full Portfolio