দীপাবলি, প্রদীপের সমষ্টি,
প্রদীপে আসে তুষ্টি,
আলো করে আঁধারকে বধ,
এ যেন চিরন্তন, ন্যায্য প্রতিশোধ!
এই দিনেই শ্রী রামচন্দ্র ফিরেন বীর বেশে,
প্রাণপ্রিয় অযোদ্ধায়, তার নিজের দেশে,
১৪টি বছর নির্বাসন কাটানোর পরে,
পড়ে তার পদধূলি আপন ঘরে!
দীপাবলির আলোর কাছে আঁধার পরাস্ত হয়,
আঁধার শয়তানের মত আলোতে বিলীন হয় সবসময়!